কোন তিনটি কারনে পৃথিবী কাঁপে তা জেনে নিন
তথ্যটা আহলে কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে। আহলে কিতাব অর্থাৎ কথিত বাইবেলে হযরত সোলায়মান (আ:) মেসাল বা বাণী থেকে নেয়া হয়েছে। হযরত সোলায়মান (আ) ছিলেন বনী ইসরাইলীয় একজন বাদশাহ ও একজন প্রজ্ঞাবান নবী। তিনি হযরত দাউদ (আ:) 'র পুত্র। উনার সময়েই বায়তুল মোকাদ্দস বা মসজিদুল আল আকসা পূণ নির্মিত হয়। আসুন জেনে নেই আসল উত্তর:
দুনিয়া তিনটি কারনে কাঁপে আসলে চারটার ভার সে সইতে পারেনা।
(১) গোলামের ভার: যখন সে বাদশাহ হয়।
(২) নীচমনা লোকের ভার: যখন সে পেট ভরে খায়।
(৩) ঘৃণীতা স্ত্রী লোকের ভার: যখন সে স্ত্রীর অধিকার পায়।
(৪) বাঁদীর ভার: যখন সে কর্ত্রীর আসন পায়।
0 Comments