ক্ষুদ্র প্রাণী হলেও জ্ঞানে অনেক বড় কারা জেনে নিন

 ক্ষুদ্র প্রাণী হলেও জ্ঞানে অনেক বড় তারা কারা জেনে রাখা প্রয়োজন।


ক্ষুদ্র প্রাণী হলেও জ্ঞানে অনেক বড় কারা জেনে নিন

কোন চারটি প্রাণী- তা হলো এই
দুনিয়াতে চারটা প্রাণী অতি ছোট তবুও সেগুলো জ্ঞানে পূর্ণ।


(১) পিঁপড়া এমন এক জাতের প্রাণী যাদের শক্তি খুবই কম, তবুও গরম কালে তারা খাবার জমা করে;

(২) শাফন এমন এক জাতের প্রাণী যাদের ক্ষমতা খুবই অল্প, তবুও তারা খাড়া পাথরের গায়ে ঘর বাঁধে;

(৩) পংগপালদের বাদশাহ নেই, তবুও তারা সারি বেঁধে এগিয়ে যায়;

(৪) টিকটিকি হাত দিয়ে ধরা যায়, তবুও সে বাদশাহর বাড়ীতে থাকে;

যার বাণী:-হযরত সোলায়মান (আ:)


Post a Comment

0 Comments